Monday, October 12, 2020

কোন‌টির কামড় ‌বে‌শি বিষাক্ত:বাচ্চা না‌কি প্রাপ্তবয়স্ক সাপ ::

 ::কোন‌টির কামড় ‌বে‌শি বিষাক্ত:বাচ্চা না‌কি প্রাপ্তবয়স্ক সাপ ::


∆∆  এক‌টি কথা প্রচলন আ‌ছে যে,বাচ্চা সা‌পের তেজ বে‌শি,বে‌শি বিষাক্ত।এর কারণ হি‌সে‌বে বলা হয় বাচ্চা সাপ যখন কামড় দেয় তখন তার ম‌ধ্যে থাকা সমস্ত বিষ ঢে‌লে দেয় কারণ সে প্রাপ্ত বয়স্ক সা‌পের মত জা‌নে না যে কতটুকু বিষ প্র‌য়োগ কর‌লে তার শত্রু ঘা‌য়েল হ‌বে।অপর‌দি‌কে প্রাপ্ত বয়স্ক সাপ যখন কামড়াঢ তখন সে তা  বিষ প্র‌য়ো‌গের প‌রিমাণ নিয়ন্ত্রণ কর‌তে পা‌রে।‌সে জা‌নে তার অস্র বিষ তার নি‌জের জন‌্য একটা দামী জি‌নি‌স। সুতরাং অযথা বিষ প্রাপ্ত বয়স্ক সাপ নষ্ট কর‌তে চায় না।


✓✓ কিন্তু এক‌টি প্রাপ্ত বয়স্ক সাপ বাচ্চা সা‌পের চায়‌তে প্রায় ২০ হ‌তে ৫০ গুণ বা তার বে‌শি বিষ সংরক্ষণ ক‌রে বা কাউ‌কে কামড় দি‌লে  এ প‌রিমাণ বিষ  তার শরী‌রে ঢুক‌তে পা‌রে।


✓✓ আস‌লে মূলত সা‌পের বিষ‌ক্রিয়া নির্ভর ক‌রে বি‌ষের উপাদান,এবং সা‌পের কাম‌ড়ে বিষ কতটুকু ঢু‌কে‌ছে বা আদো বিষ ঢু‌কে‌ছে কি না।


✓✓ সুতরাং সহ‌জে বলা যায় বাচ্চা সাপের কামড় যে বে‌শি বিষাক্ত এ কথার তেমন কোন ভি‌ত্তি নেই।


∆∆ প‌রি‌শে‌ষে বলা যায় সাপ থে‌কে দু‌রে থাকাই উত্তম তা ছোট হোক আর বড় হোক।


•Reference

1.Hayes WK. Venom metering by juvenile prairie rattle- snakes (Crotalus v. viridis): effects of prey size and experience. Anim Behav. 1995;50:33–40.

2.https://www.google.com/amp/s/wsed.org/baby-snake-venom-myth/amp/

3.https://livingalongsidewildlife.com/?p=5057#:~:text=The%20legend%20goes%20that%20young,among%20laypeople%20and%20biologists%20alike.

No comments:

Post a Comment

Diagnostic feature of ABPA

 Diagnostic feature of ABPA (Allergic Bronchopulmonary Aspergillosis) 1.Asthma(In majority of cases) 2.Proximal Bronchiectasis: Inner 2/3rd ...