Sunday, October 11, 2020

Dengue part 4

 #Dengue 

 

(চতুর্থ পর্ব)


  ‌               ডেঙ্গী প্র‌তি‌রোধ ও নিয়ন্ত্রণ


  কথায় ব‌লে,"Prevention is better than cure" অর্থাৎ "প্র‌তিকা‌রের চে‌য়ে,প্র‌তি‌রোধই শ্রেয়"। ডেঙ্গী রো‌গের সা‌থে এটি খুব বে‌শি প‌রিমা‌ণে মি‌লে যায় কারণ ডেঙ্গী কা‌রো হ‌লে তা তার জন্য ভয়াবহ রূপ নে‌বে না তা হলফ ক‌রে বলা যায় না।সুতরাং ডেঙ্গী যেন না হয় তার জন্য ব্যবস্থা নেয়াটাই উত্তম।


    ডেঙ্গী রোগ ছড়ায় Aedes মশার মাধ্য‌মে তা আমরা আগেই জে‌নে‌ছি।এখন এই Aedes মশা রোগীর Febrile Phase এ রোগী‌কে কামড়া‌লে তা Aedes মশার ভেতর ঢু‌কে যায়।এখন ঐ Aedes মশা একজন সুস্থ্য লোক‌কে কামড়া‌লে তার ডেঙ্গী হওয়ার সম্ভাবনা থা‌কে।আর এই মশা‌টি যত‌দিন বাঁচ‌বে তত‌দিন ডেঙ্গী ভাইরাস বহন কর‌বে এবং যাকে য‌া‌কে কামড়া‌বে তার তার ডেঙ্গী হওয়ার সম্ভাবনা থা‌কে।আ‌রেক‌টি ব্যাপার হ‌লো এর হ‌তে যত বাচ্চা হ‌বে সবাই ডেঙ্গী ভাইরাস বহন কর‌বে (Transovarian transmission)এবং তারা যা‌কে যা‌কে কামড়া‌বে সবার ডেঙ্গী হওয়ার সম্ভাবনা থাক‌বে। সুতরাং "মশক নিধন" হ‌চ্ছে ডেঙ্গী প্র‌তি‌রো‌ধের মূলমন্ত্র।


Aedes মশা স্থির প‌রিস্কার পা‌নি‌তে ডিম পা‌রে। নি‌চের ছ‌বি‌তে এই মশার ডিম পারার স্থানগু‌লো দেখা‌নো হ‌য়ে‌ছে।এরা সাধারণত টায়ার,‌বোতল,‌ফে‌লে রাখা ম‌টির কলস,ফুলদা‌নি ইত্যা‌দি‌তে জ‌মে থাকা পা‌নির ম‌ধ্যে ডিম পা‌রে। 

সেতরাং ডেঙ্গী প্র‌তি‌রোধ এক‌টি সম‌ন্নিত প্র‌ক্রিয়া। সক‌লের অংশগ্রহণ এখা‌নে একান্ত প্র‌য়োজন।


পা‌রিবা‌রিক পর্যায় বা বা‌ড়ি‌তে থে‌কে যা করতে হ‌বে:


  *‌দি‌নের বেলা হাত পা পু‌রোটা ঢেকে থাক‌বে এরকম পোশাক পড়‌তে হ‌বে।

  *দি‌নে শোয়ার সময় মশা‌ড়ি ব্যবহার কর‌তে হ‌বে

  *বাড়ীর জানালা দরজায় সম্ভব হলে জাল জাতীয় কিছু লাগা‌তে হ‌বে যেন মশা না ঢুক‌তে পা‌রে।

  *মশার ক‌য়েল,‌রি‌পে‌লেন্ট ইত্যা‌দি ব্যবহার কর‌তে হ‌বে

  *মা‌টির কলস,‌সি‌মে‌ন্টের ,টায়ার,ফুলদা‌নি ইত্যা‌দি‌তে পা‌নি জম‌লে তা কোন ক্র‌মেই যেন ৫ দিন পার না ক‌রে,তার আগেই ফেল‌তে হ‌বে।


ক‌মিউ‌নি‌টি পর্যা‌য়ে:


   *"ডেঙ্গী প্র‌তি‌রোধ ও নিয়ন্ত্র‌ণে  সবার অংশগ্রহণ আবশ্যক" এ বিষ‌য়ে জনস‌চেতনতা তৈরী তর‌তে হ‌বে

   *Aedes মশার বংশ‌বিস্তা‌রের জায়গা ধ্বংস করতে সবাই‌কে অংশগ্রহণ কর‌তে হ‌বে।

   *মশা‌ড়ি ব্যবহার ও অন্যান্য মশক নিধন ব্যবস্থা ্রহ‌ণে সবাই‌কে উৎসা‌হিত কর‌তে হ‌বে।

   

প্রা‌তিষ্ঠা‌নিক পর্যায়:


  *হাসপাতা‌লে ভ‌র্তিকৃত রোগী‌দের দি‌নে রা‌তে সব সময় মশা‌ড়ির ভেতর রাখ‌তে হ‌বে।

   *Outdoor ও indoor এ ‌নিয়‌মিত স্প্রেইং,ফ‌গিং কর‌তে হ‌বে

   *মশার breeding place ধ্বংস করার জন্য যথাযথ ব্যবস্থা নি‌তে হ‌বে

   *Personal protective measures ব্যবহা‌রে উৎসা‌হিত কর‌তে হ‌বে।

   *যথাযথ কর্তৃপ‌ক্ষের নিকট ডেঙ্গী জ্ব‌রের রোগী সম্প‌র্কে অব‌হিত কর‌তে হ‌বে।


আসুন আমরা স‌চেতন হই,সবাই‌কে স‌চেতন ক‌রি।

সব কিছু ভু‌লে কা‌ধে কাধ মি‌লি‌য়ে কাজ ক‌রি।

‌ডেঙ্গী প্র‌তি‌রোধ ক‌রি।


Reference:


1)National Guideline  for Clinical Management of  Dengue Syndrome ,4th edition,2018,pp 66-67


No comments:

Post a Comment

Diagnostic feature of ABPA

 Diagnostic feature of ABPA (Allergic Bronchopulmonary Aspergillosis) 1.Asthma(In majority of cases) 2.Proximal Bronchiectasis: Inner 2/3rd ...