১। উপযুক্ত রক্ত দাতা যিনি অক্সফোর্ডের ভেক্সিন নিয়েছেন যা replicating defective virus দিয়ে তৈরি তিনি ১৪ দিন রক্ত দান করা থেকে বিরত থাকবেন।
২। উপযুক্ত রক্ত দাতা যিনি ফাইজারের ভেক্সিন নিয়েছেন inactivated or RNA based পদ্ধতিতে তৈরি তার রক্তদানে কোনও বাঁধা নেই।
৩। উপযুক্ত রক্ত দাতা যিনি জানেন না কোন ভেক্সিন উনি পেয়েছেন তিনি ২৮ দিন রক্তদান থেকে বিরত থাকবেন।
৪। ভেক্সিন নেওয়ার পর তিনি কোভিড চিকিৎসায় ব্যবহৃত Convalescent plasma দান করতে পারবেন না।
৫। যেদিন রক্তদান করবেন সেদিন উনি শাররিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে।
তথ্য সুত্রঃ US-FDA.
ডা: আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, ঢাকা।
No comments:
Post a Comment